
সৌরভ মুখোপাধ্যায়ের কবিতাগুচ্ছ
আত্মীয়স্বজন
১
তাৎক্ষণিক তাৎক্ষণিক ভালো
অপরাহ্ন অপরাহ্ন দিন
তোমার মুখের দিকে তাকাতে পারছি না আমি আর
অপরাধ সামনে দাঁড়ালো
মুদ্রাটি প্রাচীন।জানি।মুদ্রাটি প্রাচীন…
২
যে দুঃখ নিকটবর্তী, তুমি তার গায়ে হাত রাখো
লালনের অভিপ্রায়। তুমি তাকে কখনও বোলোনা
মুছে দাও মুছে দাও মুছে দাও নিঃস্বতম দিন
অসম্মান মাখতে মাখতে এও তো নিশ্চিতরূপে জানা
সমস্ত লেখার মধ্যে তুমি তাকে নিরুপায় ডাকো…
৩
নিরুপম বাক্যবোধ।অহংসর্বস্ব নিচু মন
তুমি তাকে বেড়ে দেবে ঈর্ষা মাখা সুস্বাদু গরিমা
লোভের টলটলে জল ঢেলে দেবে অতি অনায়াসে
হিংসাপক্ষ ডাক দেবে। রিরংসা অতিক্রম করবে সীমা
সাপটে খাবে ক্রোধের ব্যাঞ্জন
৪
আমার আমিটি জানে, আত্মরূপ কতটা ছলনা
কত কটি ভাঙচুর, কত মিথ্যে, মুখোশ, আধার
অহমিকা জুড়ে জুড়ে কত না শিল্পের ছলাকলা
নিজমুখে আলো ঢেলে ঝকঝকে গাঢ় অন্ধকার
মুঠো মুঠো বিলি করি মোহগন্ধী কালো প্রতারণা…
৫
কামনা বাসনা দুই বোন।খেলা ভাঙে গড়ে
ঈর্ষা তার তুতো ভাই। লোভ লিপ্সা অনুজ দোসর
মুসাফিরসম ফেরে তাঁবু কাঁধে পাড়ায় পাড়ায়
ছোটো মন নিচু মন স্যাঁতসেঁতে গলিঘুঁজি ঘর
দরদামে নিজেদের বেচে দেয় ব্যস্ত শহরে