
গৌতম বসুর কবিতার পাণ্ডুলিপি চিত্র
একটি ক্ষুদ্র ডায়েরি থেকে পাওয়া গেছে এই দুটি কবিতার পাণ্ডুলিপি-চিত্র। কবিকন্যা রাজেশ্বরী বসুর কাছ থেকে এই চিত্রদুটি আবহমানের কাছে এসেছে আজ।
তাঁর জন্মদিনে এই পাণ্ডুলিপি চিত্র বা খসড়া-চিত্র প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত।
প্রথম কবিতা–
দ্বিতীয় কবিতা–
CATEGORIES কবিতা