
শুভম চক্রবর্তীর কবিতা
নজরুল, বিলকুল পদ্য, মদ্য-সহযোগে
১
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
চন্দনে যদি স্পন্দন করো বন্ধন ভিজে যায়
২
কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে
এঁড়ে গরুর দুধ দুয়ে দে কষ্ট করে বাঁট থেকে
৩
যেন ফাগুনের জোছনা-বর্ষিত রাতে নামিল বরষা
ফেয়ার এণ্ড লাভলি মেখে প্রিয়ে হইবে কি ফরসা?
৪
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী
কাজীসাহেব ঠিক হল নাই, এইটো খুবই না-ইনসাফি
৫
এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল
এক সে দেশের ও.আর.এস খাই এবং অ্যালকোহল
৬
রাসবিলাসিনী আমি আহিরিণী
রবিবাবুর গানের মতো নই বিদেশিনী
৭
চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক
কিন্তু এখনও রাষ্ট্ররা চায় যুদ্দু যুদ্দু হোক
৮
অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো
ধুর ধুর তবে কেন উৎসবে টুনিবালবগুলি জ্বালো
৯
হেরিছে ব্রজের রাসলীলা অরুণ লুকায়ে মেঘ-কোলে
বাপ-মার শিক্ষা নেই, অরুণ কি বরাবর এমনই বজ্জাত ছেলে
১০
বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
ফেলিনি গেলেন ফ্রান্স হেলিয়া দুলিয়া
১১
দুর্গম গিরি কান্তার মরু
হিন্দুরা নাকি খায়নাকো গরু
১২
দীন-দরিদ্র রইবে না কেউ সমান হবে সর্বজন
দিবাস্বপ্ন! আম্বানিরা লুটবে শুধুই দেশের ধন
১৩
বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটল না কবি
পিপাসা সব মেটাবো আয়, বল কবে তুই আমার হবি
১৪
কাঁধে নে দুন্দুভি ঢাক
না বাবা লাগছে ভারী
১৫
কভু তমাল-বনে কভু কদম-তলায়
চাকরিবাকরিহীনতায় দিন কেটে যায়
CATEGORIES কবিতা
একঘর।