গৌতম মণ্ডল-এর কবিতা
দুটি কবিতা
বন্ধু
বন্ধু বলতে ছিল শুধু আকাশ
তারপর একে একে এল পূর্ণিমার চাঁদ
শিশির ও সূর্য
এল রঙবেরঙের প্রজাপতি
ইঁদুর ও নপুংসকের দল
সঙ্গী-সাথীদের নিয়ে
হই হই করে কাটতে লাগল দিন
রাত্রিও
আজ যাওয়ার সময় দেখি
কোথাও কেউ নেই
বন্ধু বলতে রয়েছে শুধু সেই আকাশ
তুলসীপাতা
চৌকাঠ পার হতেই
দেখতে পেলাম
বাড়ির ভিতর
আজও অক্ষয় রয়েছে তুলসীতলা
বিষাদ ও উদাসীনতা নিয়ে
তুলসীতলায় যাই
ঝরে যাওয়া তুলসীপাতায়
ঢেকে যায়
আমাদের দুই চোখ
মাইল মাইল পিপাসা
একদম বিশুদ্ধ অনুভব ও মৌলিক কবিতা ।