
বিবস্বান দত্ত -এর কবিতা
অষ্টমঙ্গলা
১.
মাঝেমধ্যে খুব অভিমান হয়। সবার ওপর। মনে হয় সবাইকে ছেড়ে খুব দূরে কোথাও চলে যাই। এমনকি ঘাসের থেকে। এমনকি আকাশের থেকে। এমনকি জলের থেকে। কারণ কেউ বুঝল না। এমনকি আমিও।
মাঝে মধ্যে একটা নেকড়ে আসে।
ঘাস দেখে। আকাশ দেখে। জলও।
শুধু একটা মৃতদেহ দেখবে বলে, কতকাল থেকে, ওরা বসে আছে
২.
এতটাই খোলা মন হয়ে উঠেছি যে নিজের ছায়াকেও সন্দেহ করছি না।
সে রোজ নানারকম সেজে যাচ্ছে তোমার কাছে,
আকাশ জল ঘাস, সবাই দেখছে
কেউ কিচ্ছু বলছে না।
৩.
বলতে পারি না যদিও তবু
আসলে কষ্টই হয়
তুমিও তো উপশম নও!
৪.
অন্য লোকেদের সঙ্গে যখন তুমি ওইসব করো
তখনও কি ভালোবাসো?
ভালোবাসা কি কোনও অবিচ্ছিন্ন হাওয়া?
দিগন্তরেল ?
৫.
উল্টোদিকে বসি
তখনই বুঝতে পারি গত হেমন্তে
আসলে আয়নার সঙ্গে দেখা হয়েছিল
আমি ঠিক যা যা চাই
ঠিক তাই তাই করে
আয়না আমার দিকে তাকিয়ে বলছে,
“দ্যাখ বাঞ্চোৎ
ঠিক কীরকম লাগে!”
৬.
আসলে তো ফিরতে চাই
এইটা বুঝতে পারি,
ভুল ভুল রাস্তায় হেঁটে এসেছিলাম
রামপ্রসাদের সাথে এবং লালন
এবং চণ্ডীদাস রজকিনী ব্যথা
কতগুলো ভুল করে কাব্যপাঠ হলো?
হে কাব্য প্রশ্ন করো!
৭.
ছোটোবেলায়
খেলতে গিয়ে
হাঁটু কেটে গেলে
তারপর কয়েকদিন কাটা জায়গায়
আঙুল ঘষে ঘষে
ব্যথা নিতে
ভালো লাগত
ঘাস, আকাশ, জল
এতটা জানে না।
৮.
কোন প্ল্যাটফর্মে তবে গাড়ি আসবে?
ঘোষণা হয়নি বলে
একজন লোক
সারাটা জীবন
ওভারব্রিজের গায়ে
ধুলো হয়ে থাকে।
পুজো ২০২১
১.
উৎসব এলে মনে হয়
আলোকিত রাস্তার ধার জুড়ে ফসলের ক্ষেতে
রুখুশুখু দুঃখধান
২.
ধুধু করে আকাশ
মাঝেমাঝে বিদ্যুতের খুঁটি
জনহীন মাঠে
এই ছাড়া অন্য কোনও নিয়মিত কৃত্রিমতা নেই
৩.
অবশ্য সেই মাঠ
যেখানে দুঃখের চাষ করে অনন্ত কৃষক
সেইখানে নামা যায় না
শুধু উৎসবের ট্রেনপথ
জানলা জুড়ে দৃশ্য এঁকে রাখে
৪.
ঘরটি রোজের মতই ধুলো আর ঝগড়ায় ব্যস্ত ছিল দিনে
অসম্ভব স্বপ্ন খুঁটে খেয়ে গেছে রোজকার পাখি
সেই ঘরে জানলা দিয়ে ঢুকে পড়ে নবমীর রাত
ষষ্ঠীও এসেছিল তবে
৫.
তুমিই আমার প্রণাম এবং
তুমিই আমার মৃৎ-প্রতিমায় জল
ভাঙা ঘটে শুকায় সিঁদুর
ভাঙা ঘাটে চরণ চিহ্ন
রথের চাকার
৬.
এসব ঠিক নয়।
সব চলে যাওয়ার মুখে এসে দাঁড়াচ্ছ তুমি।
প্রতিমাটি অবিকল, শুধু
চক্ষুদান বাকি থেকে যায়
ধর্ম
১.
ছোটোবেলায় আমি রোজ স্নান করে সূর্যপ্রণাম করতাম
ওম্ জবাকুসুম এবং একটা ভাঙা বাড়িতে রোদ
শ্যাওলাঢাকা উঠোনের কোণ
আমার ধর্ম
২.
বড়ো হতে হতে আমি অনেক কিছু আনলার্ন করেছি
আংটিগুলোয় স্নানকাল জমা হয়ে ছিল
উপকারী বোয়াল মাছ আমার ভাগ্য গিলে নেয়
৩.
মা-বাবার প্রবল কুসংস্কার
যা তারা পেয়েছিল তাদের তাদের মা-বাবার থেকে
আমার কোমরে সুতো
বাজুতে মা আয়ু বেঁধে দিত।
আয়ুরেখা খুলে রেখে একদিন আমি বড়ো হয়ে যাই