
তাপসী লাহার কবিতা
মেঘ জন্ম সিরিজ
১)
তোমাকে নিয়ে লিখতে পারি ক অক্ষর নিরাময়
এখন পৃথিবীর ভেতরে ডুবো রোদ উঠে ফাতনাসমান হয়ে উঠছে
এখানে মাছ নেই
এখানে জল বিরল
রোদ মিটিমিটি ঘাসের ডগায় করুণায় ঝরে
গাছ হয়ে উঠছি ক্রমশঃ
বিবেকদংস্ট্রা পাপীর মুখ নিয়ে গাছের মত পায়ের পাতা আটকে যায় প্রত্নবিবাদে
আমি কি ঈশ্বরের প্রতি অনুগত ছিলাম কোন বিশেষ জন্মে !
নদী ,নালা ঘাসপাতাঢ় মুড়ে শুধু কাজ করে যেতে সারাদিন
সারাদিন শুধু ঈশ্বর ছাড়া,হয়ত প্রেয়সী ছাড়াও আমি প্লাবনভূমি ধুয়ে দিতাম
কবর খুঁড়ে পড়ে ফ্যালো আমার ঈশ্বরহীন মুখ
আমার জীবনসম্ভব ব্রীড়া।
২) শুধু ঘাস হতে হয় শীর্ষ ছুঁয়ে তোমার করুণায় পাখাল হওয়ার দিন আজ
অবহেলা নয়,মুড়ে দাও প্রবল করুণায় জলবিকিরিত মেঘরাগমালা
আমার সর্বময় যতটুকু শান্তসরযূ নদী ছিল অরণ্যের চোখে,ধুঁয়োধুনো দাও,দাও নিত্যশূচি জল
আমিহীন হাওয়ায় ফুলে উঠছে
এ আলো রিক্ত হোক দুঃখ আলিঙ্গনে।
মুছে দাও জল…..
৩)
নিঝুম ফুলের মত দেখি
তোমাকে
কখনও হাসছো,হাসছো অনর্গল
আকাশের কোণে কোণে অশ্রান্ত লুটিয়ে পড়া মাটিতে
যেন ইচ্ছারা ব্যক্তিগত নয়,একান্ত দায়িত্বে গাছের মত দুলে ওঠে হাওয়ার নিয়ন্ত্রণে
তুমি কি শুনে নাও রাত্রির কথার মত আদ্যোপান্ত ছেড়ে যাওয়া সংসার সৎকার
ভয় পেয়েছিলে সাধুসব ছেড়ে গেল তবে!
ক্ষিদের ছায়া গিলেছিল আস্ত সাপ…
খন্ড খন্ড অভিপ্রায় ঘিরে রেখেছিল পরাজিত করে?
৪)
নাম নিওনা হেমলক
মুষলাধার অন্ধকারে কেউ পড়েনি চোখের তারায় নমনীয় হয়ে থাকা অভিমান
শুধু আগুন দেখেছে,দেখেছে বর্ষাকালের বিষ
হত্যাই একটি অসংকোচে তোমায় বলেছিল দুঃখ দিনের কথা,
নৈরাশ্য হলে মেঘ ঝরা কান্নার অভাষায় শেকড়ে শেকড়ে উৎকীর্ণ লিপির মত
শেষ প্রেমের অভিসারে….
৫)
পাতারা মুছে গেলে মাছের স্বপ্ন টাল খায় সীমানা জলে
স্বাদু প্রস্তাবে অলৌকিক খেলে কায়া কামনায় ভেস্তে যাওয়ার হাতছানি
এখনো আধভাসা স্বপ্নে বিলি কাটতে শূন্যের ঘোর
মৃত্যু নয় ,অনুরক্তার নিষ্প্রাণ চোখ অসহনীয় করে তোলে দিন
নিয়তি স্থির ছিল মাটির পাত্রে অসময়ে ভীড় জমায় মাছির নিরেট অশ্লীল।
৬)
মেঘে নিখোঁজ থাকতে হয় অনেকদিন
মেঘে নিখোঁজ থাকি কদিন
মেঘের মত মনস্ত্তাপ মনবালিকার দীর্ঘ নীরব ছুঁয়ে খরচ হয়ে যায় কতশত দিন
দিনের মত ভুল,
পাতাগুলো পাল্টায়
অধ্যায় শেষ …
শেষ অধ্যায়ে স্নায়ুর ফেলে আসা পথে বিস্ফোরণ
নক্ষত্রের প্রসববেদনায় …
সব লেখাগুলো ভালো হয়েছে 🙏