
অনির্বাণ কুণ্ডু-র কবিতাগুচ্ছ
শহুরে প্রেমিক
এদিক সেদিক পথের কিনারায় পড়ে থাকে
ফেলে দেওয়া অপ্রয়োজনীয় অতিরিক্ত শব্দ,
কুড়িয়ে বাড়িয়ে আমি তাদের তুলে নিই,
যত্নে জড়াই কাগজের আবরণে,
তারপর অগ্নি সংযোগে তারা জীবন্ত হয়ে ওঠে!
কেউ কথা দিয়ে কথা রাখেনি, তাই
মেঘ জমে উঠেও আবার সরে গেল….
আমার চশমায় আজকাল বৃষ্টি পড়ে
চশমা খুললে চোখে ধরা পড়ে শূন্যতা।
আমি বসে থাকি নির্জন বাস স্টপে,
রাত বাড়ে, ফাঁকা বাস চলে যায় পরপর,
কিন্তু কোনো বাসই নতুন প্রেম নিয়ে আসে না,
আসে কেবল আরো কয়েক মিনিট অপেক্ষা
গোলাপী সাবান
বাথরুমে একা গেলে, তোমাকেই মনে পড়ে,
এখনো ভিজে ভিজে আছে কিছু
আমার স্মৃতির সরণী,
শুধু মাঝরাতে কিছু বাল্ব চুরি হয়ে গেছে !
সুগন্ধী গোলাপী সাবানে জড়িয়ে থাকা
লম্বা চুলের মত নাছোড়বান্দা তুমি,
এখনো জীবন থেকে ছাড়াতে পারিনি….
কস্তুরী
কতটা একাকী তুমি….তার কি হিসেব হয় ?
কাপের তলানী চায়ের মতো তুমি বরাবর একা,
যতটা কলরবে ভরা জীবন তোমার,
এসে দেখ, ঠিক ততটাই ভরে আছে শূন্যতা !
শেষপথটুকু একসাথে আসে যারা,
ভেবে দেখ….তারা সবাই তো শ্মশানবন্ধু নয়,
দু একজন ভালোবেসে সাথে আসে,
বাকিরা এগিয়ে দিতে আসে দুর্গন্ধের ভয়ে…
আর তোমার শরীর যদি উদ্বায়ী কস্তুরী হতো,
অন্ত্যেষ্টি হতো কি তার?….না মনে হয় !
ভিটে মাটি
ইট-ভাঙ্গা পাঁচিলের খোপে,
মাঝরাতে তক্ষক ডাকে,
সরসর করে সরে যায় লাজুক বাস্তু সাপ,
যেতে যেতে সুগন্ধ ছড়ায়….
কেউ নেই চারিপাশে,
তবু সভ্যতার অভ্যাস বশে,
অন্ধকার দিয়ে নগ্নতা ঢাকি,
সভাসদ নেই, তাই
পেঁচা আর ইঁদুরের প্রশস্তি শুনি,
জোনাকিরা ঝাড়বাতি জ্বেলে দিলে,
একপেট আগুনের দলা নিয়ে…
আমি এখনো রাজাধিরাজ !
শর্ত
আজকাল শুনতে আর কে চায়,
সবারই তো বলার মতো অনেক কথা আছে,
আমিও বলতে চেয়েছি বহুবার, বলা হয়নি,
ধুলো কাদায় খেলতে খেলতে ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়েছে আমার শব্দগুলো,
এখন জাগলেও তারা নিজেদের চিনতে পারে না !
যদিও এখন কন্ঠ আমার অতি ক্ষীণ,
আমার কন্ঠ কবরের পাশেই শুয়ে আছে,
তবুও আমি চেষ্টা করতে পারি আরেকবার,
যদি বজ্রপাতকে নীরব হতে বল।
কথা দিচ্ছি….কথা আমি বলব আরেকবার,
শুধু সমুদ্রকে আমার মতো নিথর হতে বল।
পরিমাপ
এ চোখে তোমার যতটা জল, ততটা প্রাণ….
তোমার আত্মা সাগর সাগর,
শ্বাসে প্রশ্বাসে বিরাজমান!
তোমার ভেতরে কতটা শান্ত….কতটা ঢেউ ?
ভেবে দেখ তুমি, যত রাত তুমি জেগে কাটিয়েছ
তার তো হিসেব রাখেনি কেউ!
তোমার ভেতরে কতটা হিংসা, কতটা দ্বেষ ?
আপোষের পথে চলেছ যদিও….
দগ্ধ জ্বালার নেই কি রেশ ?
তোমার গলায় ফুটে ওঠে সুর, গীতবিতান
সভা শেষ হলে, মেপে দেখো, তার….
কতটা বেদনা, কতটা গান ?