
জীবনানন্দ ক্রোড়পত্র – বেবী সাউ
মাল্যবান / বেবী সাউ
এখনো বসন্ত এলে কিছু কিছু সবুজ জন্মায়
এখনো ফাগুন দিনে শোনা যায় পলাশের বনে
নিঃশব্দে পৃথিবীর রাজকন্যা ডাকে, ‘আয়..আয়…’
সোনালি ডানার ফাঁকে মৌন মাঠ জাগে আনমনে…
এসব ঘাতক কথা নগরীর মানুষেরা জানে
এসব হত্যার দিন লিখিত হয়েছে ইতিহাসে
কলমের কালি মাখে প্রতিটি কবিতা বর্তমানে,
কবি শুধু মরে যায় অক্ষরেরা বারে বারে ভাসে…
আঁচড়ের দাগ নিয়ে জেগে থাকে লিবিয়া জঙ্গল
ফাগুনের বুক থেকে উঠে আসে দরবেশী ঘাস
কিশোরী যুবতী নারী লিখে দেয় কাহন জলের
জীবন কাহাকে চায়! কে যে সেই মধুকূপী শ্বাস!
অন্ধকার চলে যায় নক্ষত্রের দিকে তার পথ
কবি কী তাহাকে দেবে জীবনের আয়ু, দস্তখৎ…