
সৌরভ মুখোপাধ্যায়-এর কবিতা
প্রবহমান
আমি তোমার চোখের পাতায় চোখ
রেখেছি এই পদ্মপলাশ ফুলে
রাগ কোরোনা কোমল বারিধারা
রাগ কোরোনা মনে নিওনা মন
আমি তোমার শ্রান্তিটুকু ছুঁয়ে
করকমলে শঙ্খ ঘোষ রাখি
তোমাকে দিই আলোকপ্রবণ দিন
তোমাকে দিই দুঃখ জাগা রাত
তোমাকে দিই কোন ভাঙনের পথে
আমারও এই আশংকার ক্ষত
ছুরির ওপর ছুরির ওপর ছুরি
কাঁটাতারের প্রবল উদ্বেগ
আমি তোমার চোখের তারায় দেখি
ভোর নেমেছে কুশিয়ারার জলে
এ কলকাতার ব্যর্থ গলিঘুঁজি
পেরিয়ে যেতে পেরিয়ে যেতে যেতে
ফুটে উঠছো পদ্মপলাশ চোখ
এই শহরে,ব্যথার উপশমে…
CATEGORIES কবিতা