
সোমা দত্ত-র কবিতা
বাংলা ভাষার একদিন
১
গুলিতে নিহত আ-কার
ওর মায়ের নাম– নূরজাহান?
বাবার?
রেশন
আধার?
এসব গল্প এখন সিগারেট পোড়া ছাই
এসব গল্প এখন বাংলা মদের মতো
ভাত গেঁজে ওঠা চন্দ্রবিন্দু
বাংলা তবে কার?
যে আমার বুকে, রক্ত চুষে, রক্ত মুছে,
ফর্সা জামায় লেখে জয়জয়কার
বাঙলা এখন তার।
২
জীবনের দুটো ভাগ। একটা নোটিফিকেশন
অন্যটা গুগল ম্যাপ। ফেব্রুয়ারি মাসে যদি ঝড় ওঠে,
বুঝতে হবে ওই ম্যাপের তরফ থেকে বাংলা ভাষাকে
মোটা হরফে দাগিয়ে দিয়েছে ইতিহাস।
ঝড় থেমে গেলে জানবেন আপনার কবিতা লেখা, আবৃত্তি,
গুগল থেকে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।
সেইসব প্রান্তিক অরণ্যে বিপ বিপ করে লাল আলো জ্বলছে।
ইতিহাসের কাটা অংশ থেকে রক্ত পড়ছে,
ভাষা অনুবাদে তৈরি হচ্ছে স্লোগান।
আর ঝড় না হলে জানবেন,
আপনার নেটওয়ার্কে গোলমাল রয়েছে।
সোমার দু’টো কবিতাই খুব ভালো হয়েছে।
ভালো লাগলো।
– রাজদীপ ভট্টাচার্য