
সোনালী ঘোষ-এর কবিতা
দৈব
১.
বসন্ত শেষে হয়ে আসে
তবু “সাধ না মিটিল আশা না ফুরালো…”
আমাদের স্বপ্ন এখন
বহু বহুদূরে অশ্বথ্থের ডালে খাঁখাঁ জোছনার
বিছানায় শুয়ে… এইসব দিনে একলা ঘরে
মৃত্যু আসে ।
জানি তার মত কেউ নেই আর ।
যদি দাও ছুঁয়ে সবিনয়ে বলি,
আমায় পথ খুঁজে দাও হে
২.
না দিল ফুল তবু মতি সরল তাহার।ঈষৎ ছায়াবৃতা জেগে আছে কোটালের জলে। যে ঘট হয় নি পূর্ণ কে নেবে তাকে?কথার পিঠে কেবল কথাই ।প্রিয় ঋতু চল যাত্রা করি শুরু।বাতাসের চলনে নেশা। “মধু পিবতি…” অথচ অন্তর জানো তুমি।বাইরে হাভাতে মন কুড়েকুড়ে খায়।শরম লাজ মরে গেছে বহু আগে।এখন চন্দ্রবোড়ার হিসহিস ঢুকে গেছে অসুখের ঘরে…
TAGS নারীদিবস সংখ্যা