
সুবীর সরকারের কবিতা
নখ ও নেলপালিশ
টেবিলে সাজিয়ে রাখছি মাছের কাঁটা, উলের বল
মাছের কাঁটা নিয়ে পালিয়ে যায় বেড়াল
উলের বল নিয়ে পালিয়ে যায় বেড়াল
নখ ও নেলপালিশ নিয়ে কথা শুরু করি আমর
গল্প
মধ্যশীতের কোন হাটে আপনি শুনিয়েছিলেন নদিদখলের গল্প।এর পর পরই গন্ধ হারিয়ে ফেললাম।মোল্লাবাড়ির আমগাছে জমিয়ে বসা
পাখিরা কেমন দূরাগত হাওয়ায় ভেসে গেল।
কতবার রক্ত মাখা বল্লমের কথা লিখবো বলুন
তো!বরং সানগ্লাস পরি।টুপি আর শিরস্ত্রাণ
নিয়ে নুতন এক যুদ্ধ ক্ষেত্রের দিকে হেঁটে যাই
গুজব
এত এত ছড়িয়ে পড়া গুজবের ভিতর চুপ করে দাঁড়িয়ে থাকেন একজন রুমাল হারিয়ে ফেলা
মানুষ
বাচ্চারা কোরাস গাইছে।
জল কমে আসছে নদীতে।
পরিচিত সব কিছু অপরিচিত মনে
হয়।
জাতীয় সড়কে শুকোতে দেওয়া ধান
আর গোপন অসুখের মত ছড়িয়ে পড়ছে
ধ্যান
চাঁদ
চিবুকে চাঁদ,চাঁদের আলো
আমাদের তাঁবু পুড়ে যাচ্ছে
আমাদের গল্প পুড়ে যাচ্ছে
সিরিজ কবিতায় কুয়াশা জমলে
শিকারিদের ডেকে আনি
আমরা
লাফ
দীর্ঘ লাফের আগে ইদানিং ক্লান্ত লাগে
আকাশে ভোর জাগলে একটু দারুচিনির
গন্ধ
আমার তর্জনীতে কোন আক্রোশ নেই
বাড়ি ভেঙে যায়।
বাড়ি বদলে বদলে যায়।
এবং টানাপোড়েনের মধ্য দিয়েই দিন ………………. কাটে