
সব্যসাচী সরকার-এর কবিতা
জতুগৃহ
এমন গুছিয়ে মারব,
ভাষাহীন স্তব্ধতা,
কথা কম, কাজ বেশি
পড়ে থাকে শব।
এমন সাজিয়ে রাখব,
খোকা-খুকু গর্জাবে,
দু’লাইন ফেসবুকে,
বাকিটা নীরব।
এমন কমিটি বসাব,
কালো-সাদা অক্ষরে
প্রত্যেকে নির্দোষ,
প্রমাণ লোপাট।
এমন খেলাটা ঘোরাব,
কাক ও পক্ষী কিছু,
মুখ টিপে হাসাহাসি,
তার বেশি নয়।
এমন ছবিটা আঁকব,
শিরদাঁড়া বেয়ে স্রোত,
দুয়ারে দমকা হাওয়া–
শিয়রে শমন!
রাত
এইসব বিপন্ন রাত,
ডিনার টেবলে একা,
বিষাদতাড়িত—
পর্দার ফাঁকে ওড়ে প্রাচীন বিলাপ।
আয়নায় মুখ দেখি,
কিছুটা জড়িয়ে নিই এমন আঘাত।
এইসব উদাসীন সিঁড়ি,
ওঠানামা রংহীন,
শিরায় শিরায় ক্ষোভ—
কশ বেয়ে নেমে আসে জলপ্রপাত!