শোভন পাত্র-র কবিতা
অপরাহ্ণ
অপরূপ এই মায়া। মহানিম গাছটির ছায়া
পেরিয়ে যাবে কালো পিঁপড়ের দল
অনন্তের দিকে…
তার পিছু পিছু আমাদের তাকিয়ে থাকা, ভ্রম
মিলিয়ে যায়…হয়ে যায় ফিকে।
বিষণ্ণ দিগন্তরেখায় সন্ধে লিখে রাখে
এই দৃশ্যটিকে।
খেলাঘর
আকাশের নিচে ছায়ার বাড়ি।
পাশাপাশি দুটি বাতাসের ঘর ।
মাঝখানে দরজা নেই, উড়ে গেছে ।
দুঘরে দুজন থাকি একা একা।
হাওয়া বয়।
হাওয়া বয়ে যায় এ ঘর থেকে ও-ঘরে।
একজন সূর্যোদয় দেখার ছলে ও ঘরে তাকায়।
অন্যজন সূর্যাস্ত।
দুজনেরই ছায়া চৌকাঠ পেরিয়ে শুয়ে থাকে অন্য ঘরে ।
এই সামান্য দূরত্বটুকু অতিক্রম করতে পারে না কেউই।
অন্ধকার নেমে আসে।
মাঝখানে জেগে থাকে অদৃশ্য চৌকাঠের ফ্রেম।