
শুভম চক্রবর্তীর কবিতা
অখিলম মধুরম
তোমাকেই ভালোবাসি।
শুধু তোমাকেই ভালোবাসি।
টবিন রোডের অটো, আর বাঁকাচোরা গলিপথ…
তোমার বাসার দিকে, তোমার মনের দিকে বর্ষার ধাবমান জল…
আমার কী-ই যে ভালো লাগে আমি বোঝাতে পারি না !
দশটাকার গোল্ড-ফ্লেক, পুরোনো বইয়ের ছোপছাপ
ঘরের টাঙানো দড়ি তাতে ঝোলা পোশাকআশাক
রাতের নিয়ন আলো, ঘুম পায় ঘুম পায় সুর
নিমগাছও ভালো লাগে, এতখানি সে-ও যে মধুর
আগে তো বুঝিনি আমি ঝড়েজলে ভাসাভাসি লোক !
মধুর পাখির ডাক, ভোররাতে ছুটে চলা ট্রাক
মধুর লোকাল ধরে রাত করে ঘরে ফেরা যাক
মধুর তিরস্কার, অপমানও এমন মধুর
মধুর মধুরাধিক মধু, দ্বীপ দূরতর, দূর…
সারাদিন রিহার্সাল হইহই শূন্যতার জল
দুকূল ছাপিয়ে পড়া মধুর তোমার চলাচল
বিফ ভুনা আর বিফ বিরিয়ানি তা-ও তো মধুর
মধুর ইউকোলেলে আর তার টুংটাং সুর
মনে খুব হাওয়া দিক, জীর্ণ পাতারা ঝরে যাক
অখিলম মধুরম, যে-তুমি বর্ষার গান একেলা বৈশাখ।
CATEGORIES কবিতা
অপূর্ব!
কেন!
অপূর্ব, তাই অপূর্ব।
আঃ! কেন অপূর্ব!
অপূর্বে প্লাবিত সীমানা, যেদিকে তাকাই শুধু পৌনঃপুনিক যেন সুরের ময়াম
আমাদের তুচ্ছাতিতুচ্ছে ভরে রাখা অলীক বয়াম
আহা! তার স্বাদ গন্ধে দ্বীপ ভেসে যায়…ভেসে গেছে বহুদূর…
দেখা হয় সে গানপুকুর!
শুভম, আপনার কবিতা কবিতাপাঠের অন্তস্থ আনন্দের খোঁজ দিল। শব্দে, অনুপ্রাসে, ছন্দে, অন্ত্যমিলের রাজকীয়তার এক অমোঘ ও আত্মিক উদযাপন যেন!
বড় ভালোলাগল।