
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
এসো
কে নেবে মনখারাপের এই অন্ধকার?
সবাইতো আলো চায়
শুধু আত্মহত্যা বরাবর নীল এই রাত্রি!
সমস্ত আয়ুর একদিকে পূর্ণ গ্ৰহণ
অন্যপিঠে কালিপড়া লন্ঠন জ্বেলে
লেখার খাতা রাত জেগে বসে থাকে
শাঁখার মৃদু রক্তে ভরে থাকে তমোরস
শাদা সিঁথের আলপথ,শ্মশানবন্ধু আর মেটে হাঁড়ি
একা থাকতে শেখাবে এবার
শোকতো একলাই
শাদা খই নিজেকেই ছড়ায় বরাবর
মনখারাপের মতো অসময় সে কেন নেবে?
গুমোট আকাশ দেখে চিনে নাও হাওয়া তবে
দেখে নাও জল কত কাছাকাছি এল
কোন সাঁকো দাঁড়িয়েছে সময়ের দুধারে একাই
মাঝখানে ভুলে যাওয়া সন্ধে নেমেছে ফের
ঝুপসি আঁধারে কুড়ি বছর আগেকার কেটে ফেলা গাছ
দ্যাখো সেই ছায়ার তলায় আজ আবার মেঘ চমকালো
চোখের পাতা ঘেঁসে দুজনেই দাঁড়াই এসো
জেনে নিই কত জল বাকি রয়ে গেল…