
বেবী সাউ-এর কবিতা
শব্দ
তাকে ভালোবাসার জন্য
তাকে ঘৃণা করার জন্য
তাকে ভয় পাওয়ার জন্য
নদী,
জঙ্গল আর
পাহাড়ের কথা
সাহায্য নিয়েছিলাম তার
অক্ষর
একবার এক গোপন মুহূর্তে
বলেছিল,
আমাকে তিল তিল করে
গড়তে চায় সে
আমিও উৎসুখ
খণ্ড খণ্ড দেহ আমার
কেমন শরীর হয়ে ওঠে!
বাক্য
হাঁপিয়ে ওঠা এ মন
আলিঙ্গন ভেবে
তোমাকেই
মুক্তি এঁকে ফেলে
ছোটগল্প
পাখি এবং আকাশ
কখনো আকাশ
কখনো পাখি
কখনো বা ডানা
সমুদ্র
পর্বত
বিদ্রোহও
দুর্ভিক্ষ
শোষণ
শাসন
তোষণ
প্রেম
সব
ভেবেছি তাকেই…
গদ্য
কান্নাটা যে একটা সুর আছে
দুঃখের একটা গন্ধ
প্রেমের ভেতর কষ্ট
বিদ্রোহের রঙ…
বিশ্লেষণ
করতে
করতে
নিজেই কখন বিশ্লেষিত হয়ে গেছি
কবিতা
একটা রাতের মধ্য দিয়ে
আমি তার কাছে গেছি
একটা আলোর মধ্য দিয়ে
আমি তাকে দেখি
অস্পষ্ট
অধরা
উপন্যাস
বিরাট কিছু একটা করে
ফেলার লোভে
সমর্পণ করে বসি
ঘটনাকে
সে
বিবাহ ভেবে বসে…
ভাষা
মরি আর মরি আর মরি
আমাকে প্রকাশ করো তুমি
অক্ষর, বআক্য, ভাষা এই তিনটে বেশি ভালো লাগল।