বেবী সাউ-এর কবিতা
বুনো শেয়ালের প্রতি
১
দেখেছি ভাঙন
শেয়াল কুকুরের মুখ
শুধু
মৃতদেহ চায়
রোজ
বগটুই গ্রামের মেয়ে
ঝাড়গ্রাম
মুখে রক্ত মেখে
মাটিতেই পড়ে থাকে
গণধর্ষণের
চেয়ে কিছু
নেই তো সহজ
২
তোমার রয়েছে খিদে
আমি জানি
খিদে
অনন্তের খিদে
পোড়াও
পোড়াও তবে
এত তৃপ্তি
এত শীত
তোমার মৃত্যুর মধ্যে
গনগনে
বাসরঘর
কে পোড়াল আজ?
একা একা নয়
এসো
সকলেই
ঠোঁটে তুলে নেওয়াটাই
কাজ
৩
তোমার শাসানি শুনে
হাসে
জল
ভাসে
জলতল
তোমার শাসানি শুনে
গাছ থেকে পাতাও ঝরে না
কে যে চোর কে দেবতা
পেটে কিল মারলে তবে
অল্প অল্প বোধগম্য হয়
হাসে জল
ভাসে জলতল
৪
মহাকাল নও, তুমি আসলে ব্রাহ্মণ
মনু
হাহা হাসে গাছ
হাহা হাসে ধুলো
তোমার কবরে আমি
রেখেছি
আমার
সদ্য লেখা কবিতার বই
পঞ্চায়েত
পুড়ে গেছে
মোড়ল গাধার পিঠে একা।
৫
যে কোনও যুদ্ধের পর
তোমার মতই কেউ কেউ
শান্তি চায়। ওহে আহাম্মক
তুমি তো ঘাসফুল নও
রক্তচোষা জোঁক
রক্ত খেয়ে মরে পড়ে যায়
তুমি যাকে খেতে চাও
সে তোমাকে খায়