
কয়েকটি হাইকু সুরজিৎ বেরা
১.
বকুল ফুল
শান্ত দীঘির জল
লাজকাঁকন
২.
কালবৈশাখী
অনাড়ম্বর ঘর
বাইজি নাচ
৩.
লুডো ও গুটি
এক একটি ঘর
যোগ বিয়োগ
৪.
নিথর জল
হাতে হাত ধরে যায়
মেঘ-দল
৫.
নীল আকাশ
শুষ্ক পাঁজর ছায়া
মৃদঙ্গভাঙা
৬.
বৃষ্টিদিন
তুলসীতলার প্রদীপ
অল্প সুগন্ধি
৭.
হাট বাজার
দীন মজুরির
হৃদ-পসরা
৮.
স্নানের শেষ
লতাপাতার জল
দেয়াল মাখে
৯.
ভগ্ন উঠোন
ক্লান্ত পাখির চোখ
ফাঁকা চেয়ার
১০.
কামারের ছেলে
তীক্ষ্ণ ঘা মারছে
গান গাইছে
১১.
জোছনা ছায়া
শুকনো পাতার গান
নিঃসঙ্গতা
CATEGORIES কবিতা
সুন্দর