
অরুণাভ সরকার -এর কবিতা
এই ছবি
১
তোমার ছবির কাছে আমি
নতজানু হই
এ-সৌন্দর্য বোধ
আমাকে ভীষণ আকর্ষণ
করে
আবার তোমাকে বলি
এই ছবি আমার সম্পদ
শুধু প্রতিশ্রুত হও
গোপনতা থাক
২
সর্বস্ব তোমাকে দিয়ে ,নিঃস্ব
হয়েছি কখনও
আমি যে রাস্তায় হাঁটি সেখানে তোমার
ছায়া নেই
`প্রেমের কলঙ্ক` বয়ে নিয়ে যাওয়ার
বয়স বিগত
সমস্ত কলুষ আজ মেনে নিই
কেননা জীবন…
বলিরেখা
তোমার প্রতিটি বলিরেখা
আমি ছুঁয়ে যাই
সযত্ন চুম্বনে
অপেক্ষায় থাক জানি, কীভাবে এসব
পার হয়ে যাব কিছু বুঝি না এখন
সামান্য অস্তিত্ব কেঁপে ওঠে
ইচ্ছামৃত্যু যাচনা করি না
আর, শুধু স্পর্শবোধ,
আমার যৌনতা তুমি, ভালবাসা
CATEGORIES কবিতা