
চন্দন ঘোষ
মুখোমুখি
পরের ট্রেনের জন্যে বড়ো আগে এসে পড়েছ তুমি
অবশ্য এখন আর পরের ট্রেন বলে কিছু নেই
চলো বিড়ি ধরিয়ে ওই কোনার বেঞ্চে মুখোমুখি বসা যাক
এ কী! তোমার বাঁ ভুরু উপরেও সেই কাটা দাগ
আর হাসলে ঠোঁটের কোনাও বাঁদিকে বেঁকে যায়
মগজের ভেতর স্মৃতির হাতবাক্সটাও একই
গোলাপ গোলাপ ফুল ছাপ
তালা খুলে ঢাকনা তুললেই দেখা যায়
বনগাঁ লোকাল ছুটছে, দুপাশে ধানখেত খিলখিল করছে
পাট পাট করে সাজানো রয়েছে পয়ষট্টি, একাত্তর, তিরাশি…
লিলুয়া বাতাসে এক এক করে উড়ে যাচ্ছে
বাদামী পাতারা
তুমি এত চেনা চেনা কেন
বাতাস এমন ভিজে ভিজে হয়ে উঠেছে যে
বেওকুফ বিড়িটাও ঘুমিয়ে পড়েছে।