
অলোকরঞ্জন দাশগুপ্ত-র অপ্রকাশিত একটি কবিতা
যাত্রীযুগল
ঝুঁকি নিয়ে দুই পরিব্রাজক
কাঁধে ঝুলি নিয়ে ভঙ্গুর পথে
যখন তখন, একটু আগেই
হাঙ্গেরি যেই ইউরোপকেই
বরবাদ করে দর্পোদ্ধত
ভিসা না নিয়েই ওরা চলে গিয়ে
ওদের পুরনো লোকনীতি নিয়ে
আমার কাছেই রেখে চলে গেল
ভিয়েনা শহরে সেখানেও আজ
বিদেশী দেখলে স্বদেশীরা কাঁপে,
ওরা দুইজন – আগুনে ঝাঁপিয়ে
মেধাবী নেশায় স্থানীয় লোকনৃত্যের কত যে নকশা
জড়ো করে এনে আমার কাছেই
রেখে চলে গেল। এইভাবে আমি
বিশ্বসংস্কৃতির স্মৃতির
জাদুঘর হয়ে মজাটা লুটছি
হঠাৎ আমার অবসান হলে
মিউজিয়ামটা রক্ষা করতে
ফিরে আসবেই, রাজা-সুলগ্না! ( মে, ২০১৯)
( রাজা মুখোপাধ্যায়ের কাছ থেকে এই লেখাটি এবং লেখার পাণ্ডুলিপিটি সংগ্রহ করা হয়েছে)
CATEGORIES কবিতা
TAGS কবিতাকবিতাগুচ্ছবেবী সাউমণিশংকর বিশ্বাসযশোধরা রায়চৌধুরীরাহুল দাশগুপ্তরিনি গঙ্গোপাধ্যায়শ্যামশ্রী রায় কর্মকারসন্দীপন চক্রবর্তীসন্মাত্রানন্দস্মরণ