বিজয় সিংহ

সন্ধিপর্ব
যে আমাকে অহর্নিশ থেকে অলৌকিকে রেখে যায়
রক্তাম্বর বেদনাটি তাকে উৎসর্গ করেছি
গ্রহণে সে যদি অস্বীকৃত হয়, হোক
নক্ষত্র সকল সাক্ষী
গরুড়ের অতীচারী ডানা, তার
চক্ষুর পল্লব রাখা ছিল
চক্ষুর পল্লব সাক্ষী,
গৃহচ্যুত অলৌকিক হয়েছি আগেই
নদী নিয়ে দেশভুঁই গৃহমধ্যে পর্বত প্রমাণ
ঢুকে পড়ে, মিশ্রকাল
জানালা বিভক্ত করে চলাচল করে