
সৈয়দ কওসর জামাল
আবহসংগীত
বেদনাহতের কাছে সমুদ্রশঙ্খের মতো তুমি সমুদ্রের
সুর শুনিয়ে এসেছ—সেই সুরে আজ বেজেছে করুণ প্রাণ,
এ এক যাত্রানাট্যের আবহসংগীত বলে ভাবো যদি, জেনো
আমি তবে সে নাট্যের বিদূষক, আর তুমি সমুদ্রের ঘ্রাণ
বুকে নিয়ে দাঁড়িয়েছ মঞ্চের ওপরে, অভিনয় শুরু হবে
উচ্চস্বরে, যাতে শেষ দর্শক-শ্রোতার কান অবধি পৌঁছায়
তোলো আলোড়ন, যেভাবে সমুদ্র উঠে আসে শান্ত বালুতটে,
যেভাবে শোকের চিহ্ন ঢেকে দেয় নিষ্ঠুরতা গ্রাম্য আঙিনায়
এভাবেই বাঁচি আর এভাবেই গড়ে তুলি বাঁচার আহ্লাদ
শোকের কথাও ভুলে যেতে গড়ে তুলি এক তুমুল বিদ্রোহ
পথসভা রাজপথে, যৌথ পথ চলা শুরু হল আমাদের
আলোকিত করি পথ, পৃথিবী সেজেছে, যেন ভিন্ন কোনো গ্রহ!