
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
পলক
কত হিংসা অপমান রয়ে গেছে জমা?
সেই দুঃখে অজুহাতে ট্রেনে উঠে পড়ে
সৃষ্টি করি আজগুবি বিবিধ রচনা।
শোন হে,পালাব এই দেশ গ্রাম ছেড়ে।
চৈত্র বাতাসের মৃদু আলিঙ্গন দেহে
এবার সময় হল সব কাজ সেরে
নিজেকেই ফিরে দেখা সন্তানের স্নেহে
যে ঘটনা,অভিঘাতে হয়েছি পাথর
বন্ধুকে অবন্ধু করে অযথা সন্দেহে।
একাকী বৃক্ষকে দেখি রৌদ্রস্নান রত
পত্রহীন তবু ঋজু।ক্ষোভ নেই তার
মনে মনে তার কাছে হয়েছি আনত।
আমাদের চর্চা শুধু রক্ত মাংস হাড়?
নববর্ষে নিজেকেই করি তিরস্কার।
১৩/০৪/২০২৫