
সোনালী ঘোষ
দর্শন
চিৎকার করে গান গাইবার সময় এসেছে এখন
বাতাস যদিও চৈত্র,
তবু ঘ্রাণে বারুদ,
গাছে পলাশের বদলে মৃত শিশু।
প্রেমিক পাগল মন অবসাদ।
এখন আকাশ পাতাল নয়,
নরক ভাবি, মাটি থরথর…
ধোঁয়ার মধ্যে মানুষবৃষ্টি,
গান গাইছি হে রাম,
আর পথে পথে নগরকীর্তন,
সে এক অন্ধকারের কাল,
চোখ খোলার অনুমতি নেই,
অথচ ভেতরে লাভা…
তাবড় মানুষ বুদ্ধি বেচে
দুরারোগ্য অমেরুদন্ডীতায় ভুগছে,
তাদের মৃত্যু চাই, কিন্তু মৃত্যু বললেই কি প্রভু কৃপা করেন?
ইচ্ছে হয় কাগজ ছিঁড়ে দেই,
ইচ্ছে হয় সীমানায় ফুল চাষের…
অমনি একটি সেলফিস জায়েন্ট,
সারা শরীর কী এক অভিশাপ,
শুনছি সামনে যুদ্ধের জিগির
সমস্ত বর্ম ভেঙে পড়েছে…
এক গর্ভ যন্ত্রনা, মুঠো হাত ভেতরের দেওয়াল ভাঙছে,
সবটুকু দেখবার সামর্থ্য নেই।
দর্শনে নরক, আর কিলবিলে সাপ,
আপাদমস্তক উফ্ সে কী বিষ্।