
বর্ণালী কোলে
একসঙ্গে উঠি নৌকোয়
দেখা
অনেকদিন ধরে মনে মনে
তোমার জন্য একটা প্রদীপ সাজিয়েছিলাম
হঠাৎ ভেসে উঠছে একটি ঘর, অন্ধকার
তুমি এসেছ
আমার হাতে সেই প্রদীপ, প্রজ্জ্বলিত
সাঁতার
একটি নির্জন সন্ধ্যার ছাদ
তোমার পাশাপাশি দাঁড়িয়ে
আকাশ দেখব, নৈঃশব্দ্য দেখব
আমাদের যুগ্ম করতলে
একটি আশ্চর্য আ্যকোরিয়াম
তার মধ্যে নক্ষত্রের সাঁতার
ইচ্ছে
কথা বলেছিলাম, মনে নেই তো
কথা বলতাম, মনে নেই তো
কথা নয়
তোমার বুকে মুখ ডুবিয়ে থাকব
কাঁটামুক্তো
এইভাবে লাস্ট সিন দেখে দেখে
আর কতদিন যাবে, তাই ভাবি
একটি আড়ষ্ট ব্যথাকে
তীক্ষ্ণ কাঁটায় সাজানো প্রিয় মুক্তোর মতো
মুঠোর মধ্যে লুকিয়ে লুকিয়ে চলি
তোমার ডিপি পাল্টিও
রুবি বলেছে, তোমাকে ”সেলফিশ জায়েন্ট”র মতো লাগছে, পাঞ্জাবিটা ভালো! ”
নিজেকে ভয়ংকর দেখিয়ে
আমাকে কিছু বোঝাতে চাইছ?
নাম
ফেসবুকে তোমার নামে যে কতজনের নাম
তোমার নামের এক একজন আমার পোস্টে লাইক দেয়
তোমার নামের প্রথম দেখে চমকে উঠি
মাথার মধ্যে রক্ত চলকে ওঠে
সোজা হয়ে বসি
বুকের মধ্যে নদী বইতে শুরু করে
জলের ছলাৎ ছলাৎ
নৌকো দেখা যায়
এসো, একসঙ্গে উঠি নৌকোয়…