
রাতুল বন্দ্যোপাধ্যায়
পথের সঞ্চয়
কত কথা জমা থাকে বুকের তলায়
কিছু তার পড়ে থাকে পথে-প্রান্তরে,
জলজ লতার মতো জমে থাকে পাড়ে
সে সব কুড়িয়ে নিয়ে বসেছি পৈঠায়।
বহুকাল ধুলো লেগে হয়েছে মলিন
সেদিনের আবেগের অশ্রুরাশি কণা,
তোমার প্রশ্রয়ে যারা ভুলেছে যাতনা
আজ যদি ফেলে দাও হবে সঙ্গীহীন।
দিনে দিনে তিলে তিলে জমেছে সঞ্চয়
সে তো শুধু প্রেম নয় আরও অন্য কিছু,
নির্যাতিত বাক্যরাশি তবু থাকে পিছু
অন্ধকারে খুঁজে যায় নিজের আশ্রয়।
আশা থাকে যদি খুঁজে পায় কোনোদিন
বসে থাকে অপেক্ষার শূন্য আশ্বাসে,
ভরে থাকে তবু মন অজানা বিশ্বাসে
বেজে যায় মালকোষে রিক্ততার বীণ।
প্রতিজ্ঞার রং
‘হার্ট বিটস ফাস্ট, কালারস অ্যান্ড প্রমিসেস’
মাঝে মাঝে চিৎকার করে উঠি
সচকিত করে দিই চারদিক,
নিস্তব্ধতা ভেঙে বুঝে নিতে ভাল লাগে
এখনও তোমার মধ্যে বেঁচে আছি কি না।
বুকে হাত রেখে দেখি
হৃদয় ধুকপুক করে কি না?
যদিও সে দ্রুত বয়, প্রতিজ্ঞার রঙে
দ্বিধা তবু থেকে যায় নির্দ্বিধার অন্তরালে
ভালবাসা বুঝে নিতে চায়
সে এখনও বেঁচে আছে কি না।