
জেগে উঠুক মানুষ
আভা সরকার মণ্ডল
যে শোক স্থবিরতা দেয়,
তার স্পর্শ,গন্ধ ছিঁড়ে ফেলে
সচল হোক পাহাড় প্রমাণ ভার;
তীব্রভাবে জেগে উঠুক মানুষ– ‘ঘুমিয়ে থাকার’ প্রতিবাদে ।
নজরে থাকুক, একটাও শেয়াল শকুন যেন
অন্ধ, বোবা-কালার অভিনয়ে জিতে
শংসাপত্র না পায় ।
শোক থাক বুকে
মুখ থাক প্রবল আন্দোলনে;
হাতের মুষ্টি আকাশ পাড়ুক
দৃঢ় মেরুদন্ডধারী বিরামহীন পদক্ষেপে
মিছিল রাখুক কাঁপিয়ে ।
সঠিক বিচার না পাওয়া পর্যন্ত
অজ্ঞাতবাসে যাক ঘুমের গল্প ।
CATEGORIES কবিতা