মেয়েরা রাস্তায়
অরুণাভ সরকার

মেয়েরা রাস্তায়
আবার শ্রাবণ এল কতদিন পরে —
তুমি জানো।
মেয়েরা রাস্তায়—-
আমি নেমে এলাম আবার
বহুদিন পার করে
এবার তোমার বাহুলগ্ন
এভাবে বিপ্লব হয়?
জানা নেই।
তবে কিছু একটার দিকে
এগচ্ছি আমরা
CATEGORIES কবিতা