
রাত দখলের কবিতা
শ্যামাশীষ জানা
রাত দখলের কবিতা
আমার কান্না শুধু আমার নয়
আমার পরাজয় শুধু আমার নয়
এত শ্বাসরোধ, এত ভঙ্গুরতা, এত যন্ত্রণা
আমার না, শুধুই আমার না!
বাইরে যতই গলা চেপে ধরে শরীর মাংসে ঠোকরাও
ভেতরের অ্যানাটমি ভেঙে উড়ি অসীমের দিকে,
আর ছাই চাপা ক্ষোভ শুধু করবেনা শোক
আজ হাঁটবে সবাই হাতে হাত রেখে
রাত্রির জিভ ছিঁড়ে চিৎকার ওঠে
সাজানো চিত্রনাট্য ভাঙবই,
দেখো গলাকাটা বোধ কেঁপে কেঁপে বলে
এবার শেষ দেখে এর ছাড়বই
আজ রাতের আকাশে উড়ে আগুন
আমার আত্মার রাত জেগে ওঠে,
আজ নৈতিকতার জীর্ণ ছায়ায়
নতুন আলোর দিশায় চলি ছুটে
CATEGORIES কবিতা