
সবর্না চট্টোপাধ্যায়ের কবিতা
পাঁচটি কবিতা
ভাঙন
বালির টুকরো টুকরো কণায় শত বিচ্ছেদ
ছত্রাকারে ছড়ায় আলো…
দেখি, ভাসান হয়েছে কোন প্রতিমার!
বৃষ্টি পড়ে
স্তব্ধতা,
আলোর মতো এসে
ভাসায় অন্তর –
খুলে যায় একের পর এক অলৌকিক দোর
খালি পায়ে এগিয়ে চলি….শব্দহীন পথ –
পিছনে বৃষ্টি পড়ে চলে যাওয়া ঝাপসা হবে বলে!
কথা
বয়ে যায় হু হু বাতাস-
নিচে চাপা পড়ে আছে কটা পাতা, হলুদ
ওটুকুই যথেষ্ট,
স্তব্ধতার মৃত্যু বোঝাতে!
স্মৃতি
গাছের নিচে পড়ে আছে কিছু পাতা
শুক্ন। অথচ –
ফুলতোলা মখমলের কার্পেট!
অভ্যাস
তছনছ হই আয়নার সামান্য একটা চিড়ে-
ধীরে ধীরে মহামারি ছড়ায়-
মন বলে আর কোন অস্তিত্ব নেই,
সবটাই শুধু থেকে যাওয়া।
লেখাটি যদি ভালো লাগে, আবহমানে নিজের ইচ্ছেমতো ফোন পের মাধ্যমে
অবদান রাখতে পারেন, এই কিউ আর কোড স্ক্যান করে। ফোন পে করুন 9051781537
অথবা স্ক্যান করুন পেমেন্টের লিংক
CATEGORIES কবিতা