
সৌরভ মুখোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ
একদিন প্রতিদিন
স কা ল
হাতের পাতার মধ্যে যতটুকু রোদ এসে পড়ে
ততটুকু তুমি
এক একটা ভাঁজ খুলি
একটু করে আলো গলে যায়
এক একটা আলো খুলি
আঙুলের ডগা থেকে সর্বস্ব তুমি এসে
মিশে যাও শরীরের বাঁকে
হাতের পাতার মধ্যে আমার সকালবেলা
মেখে নেয় অজস্র তোমাকে
দু পু র
বেলা নামে। দুপুর পেরিয়ে।
বেলা নামে। মধ্য দিন প্রায়…
ছাদের কার্নিশ থেকে উঁকি মারে একলা চড়ুই
তোমার গ্রীবার নীচে বেলা এসে থামে
সামান্য জিরোয়
তুমিও তো অর্ধেক বয়সে
কোল পেতে রেখে দিচ্ছ
সকাল পেরোনো এই দুপুর পেরোনো এই
বিকেলের ছুঁই ছুঁই মাথা
বালিকার মতো, অনায়াসে…
বি কে ল
আর কদিন পার হলে
বিকেলের মুখোমুখি দাঁড়াব দুজন।
কিছুক্ষণ… আর কিছুক্ষণ…
আমিও নুইয়ে দেবো মাথা
তুমিও বাড়িয়ে দেবে ডাল
প্রতিটি সন্ধের মুখে দুজনেই খুঁজে নেবো
আমাদের অবাক সকাল
রা ত্রি
সে তোমাকে ভালবাসে। আমাকেও।
কাছে রাখতে চায়।
প্রতিটি নিঃশ্বাস মেপে মৃদু পায়ে দুজনেই
পৌঁছবো তার বারান্দায়…
অন্ধকার ক্রমে আরও গাঢ় হবে
দিন, প্রতিদিন
তোমার ঠোঁটের কাছে আমার ঠোঁটের কাছে
এমন আশ্চর্য রাত নেমে আসবে মুহূর্তেই
ছায়াপথ… নক্ষত্রকালীন…
লেখাটি যদি ভালো লাগে, আবহমানে নিজের ইচ্ছেমতো ফোন পের মাধ্যমে
অবদান রাখতে পারেন, এই কিউ আর কোড স্ক্যান করে। ফোন পে করুন 9051781537
অথবা স্ক্যান করুন পেমেন্টের লিংক
ভীষণ ভালো কবিতাগুলি।সৌরভ মুখোপাধ্যায়ের নিয়মিত পাঠক হওয়ার সূত্রে এ কথা বলা বোধহয় অসঙ্গত হবে না,একটি নতুন বাঁক নিয়েছে কবিতাগুলি।
মিষ্টি লেখা। সোজাসাপটা, সরলতা আছে। সরলতা একদম আজকাল কোনো লেখায় পাওয়া যায় না।
‘সহজ কথা ঠিক ততটা সহজ নয়’ এর মত