
উৎপল চক্রবর্তী
স্পর্শ
স্পর্শ ছাড়া আর কী বা বল ভাল এই পৃথিবীতে?
নিয়ত বাতাসে রোদে, ডুব-সাঁতারের অনুভূতি
স্নিগ্ধ লবন যোগায়। চঞ্চলতা আসে না শীতেও।
যেন সে চুনের ছোঁয়া, আকাশপানে ছড়ানো বিভূতি।
খেলে সে বাতাসে দেখি, স্পৃষ্ট হয় জাগতিক পাখি।
স্পর্শে স্পর্শ লেগে লেগে ঢুকে পড়ে শোণিতে আগুন।
ফুটে ওঠে সাকুরা, পলাশ। লাল হয় দিকবিদিক।
যেন সে সোহিনী মীড়, ছুঁয়ে যায় মারওয়ার ধুন।
যেন সে স্বাধীন বালু না মিশেও গড়ে বহুতল।
যেন সে মুহূর্ত এক রেখে যায় মোহময় ঠোঁট।
সমস্ত কবির কাছে শুধু তার চুম্বন সম্বল।
যেন সে নীরব দূরভাষ। শর্ত-বিহীন হোঁচট।
স্পর্শ এক কাতরতা- অতিশয় নিভৃতি-প্রবণ।
না ছুঁয়েও ছুঁয়ে থাকা ধুলিময় গভীর জীবন।