
তৃণা চক্রবর্তীর কবিতা
সুইসাইড পয়েন্টের ছবি
যে কোনও পয়েন্ট-ই আসলে সুইসাইড পয়েন্ট
বেড়াতে বেড়াতে অনেকেই পৌঁছে যায় অজান্তে
পাহাড়ের গাইড নিয়ে যায় অচেনা বাঁকের কাছে
ঝুঁকে দেখলে মাথা ঘুরে যায়
এত দূরে এসেও টের পাই তার শূন্যতা
কোথাও একটা লুকোনো কুয়োর মতো জেগে আছে
জলের ধারে খুব পুরনো বাড়ি অপেক্ষা করে ঢেউয়ের
ব্রিজের উপর থেকে পড়ে যায় রাতের ঘুমন্ত বাস
তুমি সন্ধেবেলার পাশে দাঁড়িয়ে আছ সারাদিন
একটা গোল রাস্তায় আমি ঘুরে বেড়াচ্ছি বছরের পর বছর
যে কোনও রাস্তাই খুব একা, হয়ত মুখে বলছে না
তার সারা গায়ে মানুষের চলে যাওয়ার দাগ
পাহাড়ের গাইড নিয়ে যাচ্ছে অচেনা বাঁকের কাছে
আর ঝাঁপ দেবার বদলে তুমি তুলে রাখছ অসংখ্য ছবি