
নীলাঞ্জন হাজরার কবিতা
দ্বিপদীমালা- শঙ্খ ঘোষের স্মৃতিতে
১।
থামিয়ে রেখেছি আর্তনাদ, থেমে-থাকা বৃষ্টিবিন্দু
চোখ দুটো হাড় হয়ে গেছে।।
২।
নক্ষত্রময় কত নাম, কেউ আর ডাকবে না
রাত ডুবে গেছে ঠোঁটের কিনারে।।
৩।
কোলাহল খুঁড়ে দুই গজ, দফন করেছি অক্ষর
কথাদের আর ভাষা নেই, কথা নেই আর ভাষাদের।।
৪।
গড়িয়ে আসা রক্তের তরজমা
সিরাজুল ধানখেতে শুয়ে রাতভর পড়ে চলে সারাটা আকাশ।।
৫।
পাঁজরময় শুধু দাঁড়ের শব্দগোলা জল
সমস্ত ভবিষ্যতে ওত পেতে রয়েছে অতীত।।