প্রবালকুমার বসু
অভিরুচি
মেনেই নিয়েছি যত ত্রুটি
স্বীকার করেছি অপরাধ
যা যা কিছু হয়েছে বিচ্যুতি
মাননীয় ধর্ম অবতার
নেই কোনো কৈফেয়ৎ আমার
তবুও জানতে যদি চান
নিরপেক্ষ থেকেছি বরাবর
আড়ালে, নিবিড় কুয়াশায়
ফুল ফুটে ওঠবার আগে
ভোররাতে নামহীন নদী
দেখেছি কীভাবে প্রত্যহ
কাঁটাতার পার হয়ে যায়
অভিসন্ধি জিজ্ঞেস করিনি
শুধু কোনো কোনো বৃষ্টিভেজা রাতে
সদ্য কিশোরী এক বক
চাঁদের আলোয় ভর দিয়ে
সীমানায় ডানা ঝাপটায়
উড়ে যায় নদীতে পালক
মেনেই নিয়েছি এই ত্রুটি
কোথাও তুলিনি সরগোল
আমার যেটুকু অভিরুচি
সেটুকুই গোপন আলোক