পৌলমী গুহ-র কবিতা
ফেরার কবিতা
একদিন খুব ভোরে উঠে জানলাম,
কেউ একজন চলে গেছে।
একটা তীব্র ধাঁধার মতো শোক
ও স্থায়ী কিছু আবহসঙ্গীত ফেলে।
বহু বহু রাস্তার ধুলো ও একটিই হৃদয়,
আজন্মের সঞ্চয় এই।
এই ফেলে চলে যায় কেউ।
আকাশের নিচে
সব নক্ষত্র চেনা যায় না।
সব দিকে মেলে না ঠিকানা।
তবু শিশুপাখি উড়ে যায় ঠিক,
পালকের ব্যথা স্রেফ বাসা জেনে রাখে।
ক্ষমার আহুতি
যা আমার একান্ত গোপন,
যাতে আছে একাকী দুপুর
কিছু ঘুঘুর যাপন।
একটি মাতৃগন্ধী আঁচল,
কিছু উইধরা খাতা-বই এসবই
এটুকুই সযত্নে ঢেকে রাখা।
বাকি সব ছাই হয়ে মুছে যাবে।