
শুভব্রত বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
একটি লেখার কালির ইতিহাস
আ স্টাডি ইন স্কারলেট রেড—
একটি লেখার কালির ইতিহাস
অনেক কাটাকুটির পর
মেনে নিয়েছিল এই শিরোনাম,
গোয়েন্দাকাহিনির মতো সে শুনিয়েছিল
স্বদেশপ্রেমের কথা
আমাদের কাঁপা স্বাক্ষরে
যেমন থেকে যায় আহত শব্দের
মাস্কারেড—
মিথ্যে কোনও হাসির মহড়া
হাসির অন্ধকার থেকে
আমরা উঠে দাঁড়িয়েছিলাম বন্ধুতায়,
রাত এগারোটায় চোখ বুজে
বেকুবের মতো শুনেছিলাম
গুণকলি রাগ
জেনেছিলাম, ‘বুকের মধ্যে…’
কী করব, তখনই যদি ঝাপটা দেয় সূর্যোদয়,
কোন রাত্তির আমাদের ঠেকিয়ে রাখতে পারে,
কোন বিষণ্ণতা আমাদের তুড়িতে
ধরে রাখতে পারে তার অসহ্য গাম্ভীর্য
অতএব একত্রিশটি রঙের শেড
মুঠোয় ছড়িয়েছিল তাদের ডানা,
বলেছিল— ই-রো-শি-জ়ু-কু…
রঙের ফোঁটা
রঙের শিশির
রঙের গুণকলি
রঙের ভোর