পার্থজিৎ চন্দ-র কবিতা
ম্যাকবেথের পঞ্চম ডাকিনী
যে টানেল অপেক্ষা করছে তার মধ্যে শুয়ে থাকবে রক্তমাখা পশু
আধো-অন্ধকার যে টানেল আর কোনও দিন ফুরাবার নয়
তার ভেতর দাঁড়িয়ে থাকবে ম্যাকবেথের পঞ্চম ডাকিনী
ভারী ও সুগোল স্তনে উড়ে এসে বসবে একটা-দু’টো জোনাকির মায়া
টানেলের মধ্যে সে তোমাকে নিবিড়ভাবে কাছে টেনে নেবে
মুখ চেপে ধরবে স্তনে। তুমি আবিষ্কার করবে স্তনবৃন্তহীন পীযূষের ধারা
তুমি ভুলে যাবে তুমি তার পুরুষ, না সন্তান…
তারপর লক্ষ লক্ষ প্রহর কেটে যাবে, তুমি শুষে নিতে চাইবে দুধের প্রবাহ
এ প্রক্রিয়ায় ধীরে ধীরে স্পষ্ট ও তীক্ষ্ণ হয়ে উঠবে ডাকিনীর স্তনবৃন্ত
একদিন বাইরে বরফ পড়বে। টানেলের ভেতর ঢুকে আসবে অবলুপ্ত সরীসৃপের দল
মুহূর্তে তোমার মুখের থেকে স্তন কেড়ে নিয়ে ডাকিনী ফিরবে তার সন্তানের দিকে
নির্ধারিত ভূমিকায় ছিলে, শেষ হল।
এবার কাহিনিসূত্রে তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে দূর গিরিগহ্বরে