
তন্ময় ভট্টাচার্য
আত্মাভিমান
সহজ উত্তর পেয়ে হতভম্ব, বাক্য নাহি সরে
এত যে প্রস্তুতি এত মতানৈক্য ভেবে রাখা, কী হবে এবার
কোথায় উগরে দেব তালু-অব্দি এসে পড়া ক্রোধ
গিলে নিতে গিয়ে যদি নিজেই অসুস্থ হই আরও
আরেক বিপত্তি; যেনতেন প্রকারেণ তোমাকে নিকৃষ্ট হতে হবে
উপযুক্ত হতে হবে প্রতিটা কারণ, রেগে যাওয়া—
তবে-না স্বস্তির নেশা! অন্যায় করিনি এবারেও
তোমারই স্বভাবে ছিল আমাকে আঘাত দিয়ে ফেলা