অভিরূপ মুখোপাধ্যায়
ভাসমান
আমার সঙ্গে যা ঘটছে তার সব দোষ কলসির
ডুবুক এবার
ডুবুক ঘাটে
নুপুর থৈ থৈ
আমার সঙ্গে যা ঘটছে তার পূণ্য হংসরাজ
শরীর জুড়ে
বলে উঠছে:
আকাশে ভাসবই…
সঙ্গে ভাসে সঙ্গদোষের সব ভাসমান পথ
সারা জীবন
মনে করায়
কার সঙ্গে কোথায়!
যা ঘটছে তা যখন ঘটছে সমস্তই তো লেখা!
লেখামাত্র
পাঠকভেদে
ইশারা পালটায়…