
সুমন গুণ -এর কবিতা
আশ্রয়
সূর্যাস্ত নিকটে, তাই সবকিছু নির্বাপিত রেখে
ভেতরের ঘরে বসে আছ।
একলা, কুন্ঠিত, মাঝে মাঝে
সাহস করে হেঁটে যাচ্ছ বারান্দার দিকে, বিকেলের
সুদুরপ্রসারী আলো দিকে দিকে ছড়িয়ে রয়েছে।
পুরনো পাড়ার প্রান্তে মফস্বলগামী রেললাইন।
তোমার উল্টোদিকে সব রাস্তা, কণ্ঠস্বর গৃহযুদ্ধকালীন উৎসাহে
স্টেশনের দিকে ছুটে যায়।