
অংশুমান কর-এর কবিতা
দু’টি কবিতা
আমার ঘুমের মধ্যে
আমার ঘুমের মধ্যে, অনেক সাধ্য-সাধনা শেষে, মারা গেলাম। কথা নেই৷ বার্তা নেই। তাই এ মরণ। আমার ঘুমের মধ্যে মারা গিয়ে দেখি কত লোক এসেছে। জোগাড় হচ্ছে খই ও খুচরো পয়সা। তুমিও এসেছ। সোনার হরিণ। তোমার খুরে কয়লা আর শিংয়ে হিন্দি। চোখে মায়া৷ খই ও পয়সার পিছু পিছু চলেছ। চেয়েছি তোমাকে আমি আজীবন। আহা, পেলাম মরণে, প্রিয় ঘুমে।
মারীচ
একটি হরিণ। সোনার। লোভ দেখাচ্ছে৷ প্রভু, এনে দাও ওকে। ওই সৌন্দর্যকে, এনে দাও। তব পায়ে পড়ি। ছুটে যাচ্ছে তির। বধ করছে। রক্তাক্ত। সোনার হরিণ। আসলে মারীচ। মরে যাচ্ছে। আবার বেঁচে উঠছে। মাটিতে খুর রেখে উঠে দাঁড়াতে না-পারলেও লোককথায়, বেঁচে উঠছে। মারীচ। এক দানব। আমাদের প্রেম।
দারুণ।