
অনুপ সেনগুপ্ত-র কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ
মুহূর্ত
একটি পাথুরে মুহূর্ত
পরের মুহূর্তে ভাঙে
আর এই ফাটলেই
অনন্তের
অঙ্কুরোদগম
গ্রন্থ
শিশুর মতো সে বানান করে পড়ে
অস্তিত্বের প্রতিটা পৃষ্ঠা
শব্দের রক্ত আঙুলে লেগে যায় তার
অপেক্ষা
নিজের দুই না-থাকার মাঝখানে
বহুক্ষণ তোমার জন্যে দাঁড়িয়ে আছি
তুমি এসে এমন এক জাদুদণ্ড দেবে
নিজেকে অদৃশ্য করে যাতে বুঝতে পারি
একদিন ছিলাম এখানে
ধুলোঝড়
নিজের কণ্ঠস্বরই তার জগৎ
তার প্রতিটা আর্তনাদই
শব্দের ধুলোঝড়
তাকে ঘিরে পাক খাচ্ছে
এই জগতে থাকতে থাকতে
বধির হয়েছে সে
মুখ
তুমি যখন শুধুমাত্র শব্দ
নিজের কিছু অংশ বাইরে রেখে
সেই শব্দের অভ্যন্তরে
খুঁজি তোমার মুখ
কিন্তু মুখের না-থাকার ভার কাঁধে নিয়ে
দুটি অক্ষরের মধ্যিখানে আটকে পড়ি
এভাবেই বহু আমিকে
বহু তুমির মধ্যে হারিয়ে ফেলেছি
চকমকি
সেই প্রস্তর যুগ থেকেই
প্রেম তার চকমকি পাথর
কখনও আগুন জ্বালাবে বলে
লুকিয়ে রেখেছে
পদক্ষেপ
নিজেরই হাঁটার মধ্যে
এখন হাঁটছি
ঈশ্বর এক অথৈ নাস্তি
আর এক পা বাড়ালেই
এই গহ্বরে তলিয়ে যাব
পাশাপাশি
একমাত্র তোমার সঙ্গেই
একাকিত্ব বদলাবদলি করি
সময়ের মধ্যে দুজনের ব্যবধান কয়েক ক্রোশ
কিন্তু সময়ের বাইরে পাশাপাশি
প্রকৃতপক্ষে তোমার হাত
অসময়েই ধরতে পারি

