
রূপশ্রী ঘোষ
আহির ভৈরব
যে বাঁশিতে করুণ সুর বাজে রোজ, সে বাঁশিতেই
প্রেম বাজত একদিন, কাঁটাপথ পেরিয়ে, নূপুরের
ধ্বনি ঠিক পৌঁছে যেত অন্ধকার কদমগাছ, যে নদী
মজে গেছে আজ, সে নদীতেও বয়ে গেছে কত প্রেম
দূর ধূ ধু মাঠ নিয়ম করে নবান্ন আনে কোজাগরী রাত
নিজের বুকে কান পেতে দ্যাখো পৃথিবী, যে ধ্বনি জাগায়
তোমাকে অন্ধকার, সে তোমারই কর্ষিত মাটি সঙ্গম,
তোমার স্তনবৃন্ত থেকে ঝরে পড়া ধ্বনি আভোগ
বৈশাখ
উঠোন বিছানায় শুয়ে টর্চের আলোয়
কত তারা গুনেছি আকাশ
একটা নক্ষত্রও ধরা হয়নি কোনোদিন
দিন বুনতে বুনতে সময় পেরিয়ে গেছে কত
বয়সের ভারে নুব্জ দেহ
চেতনার জন্ম হয়নি অধরা মন
যে ঘরে আঁধার জমে কালো সে ঘরেও
প্রদীপ জ্বালিয়েছি সন্ধে
প্রদীপের নিচে আজও জমে অন্ধকার