
প্রসূন ভৌমিক
কেউ কি ভেবেছিল
কেউ কি ভেবেছিল, এমন হবে শেষে
রুদ্ধদ্বার শত গভীর বৈঠকে
কেউ কি আন্দাজ করতে পেরেছিল
এমন হতে পারে, এমনটিও হয়!
মিথ্যা অপবাদে আকাশ চৌচির
কুটিল জলবায়ু, বেপথু নদীনালা
শব্দ ফেটে ফেটে বিকট ধুলোঝড়
চতুর্দিকে শুধু ভয় এবং ভয়…
কেউ কি ভেবেছিল দিনান্তের রঙ
এভাবে গুলে যাবে দেশের তিন রঙে
এভাবে জয় হবে মাটি ও মানুষের
ঘৃণাকে তছনছ করবে বরাভয়!
কেউ কি ভেবেছিল এভাবে জন্মাবে
আকুল বাগিচায় দূর্বাদলশ্যাম
হর্ষ বিষাদের সীমানা পার করে
বাতাসে ফের বয় গন্ধ মায়াময়!