
একটি মেয়ের মৃতদেহ এবং একটি মমি
রূপশ্রী ঘোষ
যেদিন তোমার বিবেক মরে গেছে,
সেদিন তুমিও
তুমি নগ্ন হয়েছ সভ্যতার কাছে,
দিনের পর দিন…দিনের পর দিন…
কেউ তোমার মুখের সামনে
এনে ধরেনি আয়না
সেই শিশুটিও আজ নেই কোনও ভিড়ে
কে তোমাকে মনে করাবে
কাপড়ের কথা?
চারপাশে কেবলই স্বচ্ছ কাচের দেওয়াল –
তবুও তোমার রক্তপাত হয় না কখনও
তুমি নগ্ন হয়েছ সভ্যতার কাছে
CATEGORIES কবিতা