
বিজয় সিংহ-র কবিতা
পুরুষ
সমগ্র তোমাকে কেউ মাংসের শরীর দিয়ে
ঢেকে রেখে গেছে
আমারই মতন কোনো ব্যর্থকাম প্রেতযোনি
উল্লাস পাতালে ছড়ায় আর
আমারই মতন কেউ
জমাট রক্তের চিহ্নে খুঁজে মরে
পুরুষের গলিত বিনাশ
বয়ান
ভাঙাচোরা জনতার কাছাকাছি এই
আখোলা পঞ্জর
আমিও তো দিবানিশি গুটিয়ে নিয়েছি
সাড়ে চার হাত ছায়া
আমিও তো সপ্তসিন্ধু বুকে রেখে
আগুনের ব্যবহার ভুলে গেছিলাম
অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকো
দুই স্তন ব্রহ্মভস্মে ঢেকে রাখি
নিজে খুবলে দুই চোখ ইন্দ্রিয়ের
পেট্রোল জোগাই
মাতৃযোনি কেটেকুটে ছড়িয়েছি যাতে
মহাদেশে বায়ুস্তর স্বাভাবিক থাকে
মাটি যাতে রক্ত ভিজে ঢোল হয়ে যায়
CATEGORIES কবিতা