
সন্দীপন চক্রবর্তীর কবিতা
ত্যাগ
প্রতিটি থাপ্পড় আমায় চিনিয়ে দেয়
তোমার গোপন দুর্বলতা
হাওয়ার মিনারে বসে তুমি
আত্মমুগ্ধ বাহবায় ফুলে ওঠো বেলুনের মতো
ছোট্ট একটা পিন
শুধু ছোট্ট একটা পিন নিয়ে
অপেক্ষা করি আর অপেক্ষা করি…
যে কোনো সময়ে
ফুটিয়ে দিতেই পারি যে কোনো মুহূর্তে
অথচ সেটাও আর ইচ্ছে করে না
অর্থনীতি
রক্তের চেয়ে আরও বেশি ঋণ ভরে দিই তোমার শরীরে
যাতে তুমি পালাতে না পারো
অথচ শরীরে যেন ধীরে ধীরে কমে আসে হিমোগ্লোবিন
এমনি করেই…এমনি করেই আমায় মারো